দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে জলোচ্ছ্বাস

দেশের বেশকিছু উপকূলীয় জেলা ও দ্বীপ এলাকায় জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্ণিমার জোয়ারের কারণে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরইমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে আকাশ মেঘলাসহ বরিশাল, কক্সবাজার ও মোংলাসহ উপকূলে বৃষ্টি হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ণিমা ও বায়ুচাপের প্রভাবের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরগুলোতে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

এছাড়াও জোয়ারের পানিতে সুন্দরবনের করমজলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলায় ডুবে গেছে মাছের ঘের। 

দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //